বাবর আজমকে ‘‌গরু’‌ বলে দিলেন শোয়েব আখতার

বাবর আজমকে ‘‌গরু’‌ বলে দিলেন শোয়েব আখতার
MostPlay

 ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছে পাকিস্তান। টি–২০ সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। দ্বিতীয় ম্যাচে বড় রান তুলেও হারতে হয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দলকে। আর এই হারের বিশ্লেষণ করতে গিয়ে প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার অধিনায়ক বাবর আজমকে দায়ী করেছেন। ম্যাচে তাঁকে দেখে লক্ষ্যভ্রষ্ট গরুর মতো মনে হয়েছে শোয়েবের।

প্রথমে ব্যাট করে পাকিস্তান ২০ ওভারের ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে। যা টি–২০ ক্রিকেটে লড়াইয়ের জন্য যথেষ্ট রান। কিন্তু ডেভিড মালান আর ইয়ন মর্গ্যানের দুরন্ত ইনিংসে ভর করে ম্যাচে জিতে নেয় ইংল্যান্ড। রবিবারের ম্যাচের বিশ্লেষণে অধিনায়ক বাবর আজমের দিকে আঙুল তুলেছেন শোয়েব আখতার। তিনি বলেছেন,‘‌বাবর আজমকে দেখে লক্ষ্যভ্রষ্ট গরুর মতো মনে হয়েছে আমার। মাঠে ছিল কিন্তু কী করতে হবে সে ব্যাপারে কোনও ধারণা ছিল না!

ওর জন্য নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। কারণ ভবিষ্যতে আরও ভাল অধিনায়ক হতে সেটাই ওকে সাহায্য করবে।’‌ এরপরই আরও আক্রমণাত্মক শোয়েব বলেছেন, ‘‌এই পাকিস্তান দলটা সঠিক নির্বাচন হয়নি। ম্যানেজমেন্ট, অধিনায়ক থেকে ক্রিকেটাররা সবাই দিশাহীন। কোনও পরিকল্পনা নেই।’‌ এমনকি বাবর আজমের ব্যাটিংয়েরও সমালোচনা করেছেন শোয়েব।
মঙ্গলবার সিরিজের শেষ টি–২০ ম্যাচে পাকিস্তান সমতা ফেরাতে পারবে কিনা সেটাই এখন দেখার।

মন্তব্যসমূহ (০)


Lost Password