পদ্মার ভাঙনের কবলে শিমুলিয়া ঘাট

পদ্মার ভাঙনের কবলে শিমুলিয়া ঘাট
MostPlay

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় আবারও পদ্মার ভাঙন শুরু হয়েছে। শুক্রবার রাতে দুই ঘণ্টার ব্যবধানে পশ্চিম দিকে ১৫০ ফুট এবং দক্ষিণ দিকে মূল ভূখন্ড থেকে ২শ ফুট পদ্মা নদীতে বিলীন হয়ে যায় -ফোকাস বাংলা

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় আবারও ভাঙন শুরু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিন নম্বর ঘাটের পশ্চিম পাশে পদ্মা নদীর ভাঙন শুরু হয়। প্রায় দুই ঘণ্টার ব্যবধানে পশ্চিম দিক থেকে ১৫০ ফুট এবং নদীর দক্ষিণ পাশ থেকে মূল ভূখন্ড থেকে ২শ ফুট নদীগর্ভে চলে যায়। ফলে অস্তিত্ব সংকটে পড়েছে তিন নম্বর ঘাট ও বিআইডবিস্নউটিএ'র অফিস।

এর আগে পদ্মার ভাঙনে গত ২৮ জুলাই ও ৬ আগস্ট যথাক্রমে শিমুলিয়া ঘাটের তিন ও চার নম্বর ফেরিঘাট বিলীন হয়ে যায়।

শনিবার সকালে শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, রো রো ফেরিঘাট সংলগ্ন পশ্চিম পাশে ধীর গতিতে ভেঙে চলেছে ঘাট এলাকা। কখনো কখনো বড় আকারের মাটির চাক ভেঙে পড়ছে নদীতে। ক্রমেই নদী ঘাট এলাকা ভেঙে ভেতর দিকে ঢুকে পড়ছে। পদ্মা সেতুর কনস্ট্রাকশন এলাকার পূর্ব পাশের সাইড ওয়াল ঘেঁষে গড়ে ওঠা কিছু বসতবাড়ি হুমকির মুখে পড়ায় তারাও বাড়িঘর ভেঙে ট্রলারে করে অন্যত্র নিয়ে যাচ্ছে।

বিআইডবিস্নউটিএ'র যুগ্মসচিব নুরুল আলম ভাঙন কবলিত এলাকা পরিদর্শন  করেছেন। তিনি জানান, ভাঙন রোধে জরুরিভিত্তিতে ১০ হাজার জিওব্যাগ ফেলা হচ্ছে। নদীর পানি কমে গেলে টঙ্গিবাড়ী উপজেলার দীঘিরপাড় থেকে শিমুলিয়া ঘাট পর্যন্ত বিশ কিলোমিটার নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ শুরু করা হবে। 

এদিকে শিমুলিয়া ও শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে ৯ দিন বন্ধ থাকার পর আবারও পাঁচটি ফেরি দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। শনিবার ভোর ৬টায় ফেরি চলাচল করার কথা থাকলেও চ্যানেল পথে চরে ভাঙন দেখা দেয়ার ফলে সাড়ে তিন ঘণ্টা পরে সকাল সাড়ে নয়টা ফেরি চালাতে সক্ষম হয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডবিস্নউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়াত আহমেদ  বলেন, সকাল ৬টায় ফেরি লোড করা হয়। লৌহজং চ্যানেলের পাশের চর ভেঙে ফেরি চলাচলের পথে পড়ে উঁচু হয়ে যায়। এতে করে সাড়ে তিন ঘণ্টা আবারও ফেরি বন্ধ রাখতে হয়। ড্রেজিং বিভাগ নৌপথ সচল করে দিলে সাড়ে ৯টার দিকে ফেরি চলতে শুরু করে। বর্তমানে এ নৌপথে দুটি মিডিয়াম ও তিনটি ছোট ফেরি চলছে। পারাপারের অপেক্ষায় আছে প্রায় ৭৫টির মতো যানবাহন। 

মন্তব্যসমূহ (০)


Lost Password