ডিপিএলে মোহামেডানের জার্সিতে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে

ডিপিএলে মোহামেডানের জার্সিতে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে
MostPlay

করোনাভাইরাসের কারণে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে এখনো ধোয়শা কাটছে না। করোনার প্রকোপে গতবছর এক রাউন্ড হয়ে বন্ধ হয়ে যাওয়ার পর কয়েকদফা পিছিয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। চলতি মাসের ৬ তারিখ মাঠে গড়ানোর কথা থাকলেও তা পিছিয়ে এখন ৩১ মে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

আগেই জানা গেছে প্রিমিয়ার লিগ চালু হলে আগের দলবদলে এবং ছোট ফরমেটে অনুষ্ঠীত হবে। নতুন বিষয় হলো সাকিব আল হাসান এবারের প্রিমিয়ার লিগ খেলতে পারেন ঢাকা মোহামেডানের হয়ে। গত বছর দলবদলের সময় নিষেধাজ্ঞার মধ্যে ছিলেন। তাই তাকে কোন দল তাদের স্কোয়াডে নেয়নি। এখন সেই নিষেধাজ্ঞা কেটে গেছে। সাকিব ইতিমধ্যে দেশের হয়ে খেলছেন। তাই সবার মনে প্রশ্ন সাকিব আল হাসান কি এবার প্রিমিয়ার লিগ খেলবেন? খেললেও কোন দলের হয়ে মাঠে নামবেন? তবে নির্ভরযোগ্য অনেক মাধ্যম থেকে জানা গেছে প্রিমিয়ার লিগ মাঠে গড়ায় তাহলে সাকিব খেলবেন এবং মোহামেডানের হয়ে মাঠে নামবেন। আরও জানা গেছে সাকিব টি-টুয়েন্টি ফরমেটের এই লিগ খেলতে বেশ আগ্রহী। বিশ্বকাপের আগের লিগ খেলাটাকে সাকিব ভালো প্রস্তুতি বলেই মনে করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

মোহামেডান এবং সাকিবের ঘনিষ্ট সূত্র জানিয়েছে, দুই পক্ষের মধ্যে কথাবার্তা চলছে। তবে এখনও সাকিবের পারিশ্রমিকটা চূড়ান্ত হয়নি। সেটা তিনি দেশে ফেরার পরপরই রফা হয়ে যাবে।

সমস্যা একটাই যদি আগের দলবদলে লিগ মাঠে গড়ায় তাহলে সাকিব কিভাবে খেলবেন। জবাব একটাই, যেহেতু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই দেশের ক্রিকেটের স্বার্থেই সাকিবকে লিগ খেলতে দেয়ার সুযোগ করে দেবে বিসিবি এবং সেটা প্রয়োজনে আইন সংশোধন করে হলেও। এছাড়া দলবদলের সময় মোহামেডানের স্কোয়াডে ছিলেন স্পিনার আব্দুর রাজ্জাক। তিনি এখন পুরোপুরি অবসরে চলে গেছেন। তাই মোহেমেডানের একজন খেলোয়াড় কমে গেছে। তাই বিসিবিকে মোহামেডানকে একজন খেলোয়াড় দিতে হবে বিসিবিকে। তাই মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগ খেলার সম্ভাবনা অনেক বেশি।

মন্তব্যসমূহ (০)


Lost Password