পত্নীতলায় ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

পত্নীতলায় ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
MostPlay

অদ্য ২৪/০৪/২০২১ ইং তারিখ পত্নীতলা উপজেলায় স্থাপিত বিভিন্ন ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা কালে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং জ্বালানী কাঠ ব্যবহার করার অপরাধে ০৫ টি ইটভাটাকে ১২০০০০(এক লাখ বিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষনিক তা আদায় করা হয়l চাহিত সকল কাগজপত্র আগামী ০১ মাসের মধ্যে সংগ্রহ/ আপডেট করার জন্য বলা হয় l উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি)র নের্তৃত্বে উক্ত মোবাইল কোর্ট পরিচালিত হয় l যে ইট ভাটাগুলোতে মোবাইল কোর্ট পরিচালিত হয় সেগুলো হলোঃ

১.এন বি বি এফ ইটভাটা,প্রোপাইটার- আনিসুর রহমান চৌধুরী

২.এস বি বি এফ ইটভাটা, প্রোপাইটার- আব্দুস সবুর

৩.এস ও এফ ইটভাটা,প্রোপাইটার- ওবায়দুল ইসলাম স্বপন

৪.এম ই এইচ এস ইটভাটা, প্রোপাইটার- রফিকুল ইসলাম এবং

৫.এফ বি এফ ইটভাটা, প্রোপাইটার- মোস্তফা শাহ চৌধুরী l

উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার বলেন, বাকি ইট ভাটা গুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ ভাবে উল্লেখ্য ইট ভাটাগুলোতে কাঠ পোড়ানোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password