বাড়িতে কোরআন শিক্ষা দেওয়ায় সৌদিতে নারী গ্রেফতার

বাড়িতে কোরআন শিক্ষা দেওয়ায় সৌদিতে নারী গ্রেফতার
MostPlay

মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন শেখানোয় সৌদি আরবের পবিত্র নগরী মক্কা থেকে আয়শা আল মুহাজিরি নামের এক নারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সৌদি গোয়েন্দা সংস্থার ২০ সদস্যের একটি দল ঐ নারীকে গ্রেফতার করে।

সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, ৬৫ বছর মুহাহজিরি সৌদির একজন প্রখ্যাত শিক্ষক। মুহাজিরির সঙ্গে আটক একজনের বয়স ৮০। অন্য নারীর বিষয়ে তার পরিবার কোনো তথ্য দিতে রাজি হননি।

জানা গেছে, জেদ্দার কাছে ধাবান কারাগারে তাদের রাখা হয়েছে। মুহাজিরিকে আটকের পর তার সন্তানরা গ্রেফতারের কারণ জানতে চাইলে তাদেরও গ্রেফতারের হুমকি দেয় পুলিশ।

সৌদি সরকারের বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করার কারণে গত কয়েক বছরে বেশ কয়েকজন আলেম ও সমালোচককে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন নারী মানবাধিকার কর্মীও রয়েছেন।

গত সপ্তাহে প্রখ্যাত সৌদি মানবাধিকার কর্মী লুজাইন আল হাতলুল তিন বছর পর জেল থেকে ছাড়া পেয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password