করোনা রোগীর কাছে খাবার পৌঁছাতে হবে কয়েকটি নিয়ম মেনে

করোনা রোগীর কাছে খাবার পৌঁছাতে হবে কয়েকটি নিয়ম মেনে
MostPlay

এবার দ্বিতীয় ঢেউয়ে আরও ছোঁয়াচে হয়ে উঠেছে করোনাভাইরাস। বাড়িতে একজন আক্রান্ত হলে অন্যদের মধ্যে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

করোনা আক্রান্তকে থাকতে হবে একটি আলাদা ঘরে। তার সঙ্গে দরকার যথেষ্ট পরিমাণ পুষ্টিকর খাবার।

যেভাবে খাবার পৌঁছাতে হবে করোনা রোগীর কাছে_

১.রোগীকে যে পাত্রে খাবার দেওয়া হবে, তা বাড়ির অন্য কেউ ব্যবহার করবেন না। 

২.রোগীর ঘরের সামনে একটি ছোট টেবিল রাখতে হবে। দু’টো মাস্ক পরে সেই ঘরের সামনে গিয়ে টেবিলে খাবার রেখে আসতে হবে।

৩.রোগীর ঘরের দরজা বন্ধ রাখতে হবে। খাবার দিয়ে চলে যাওয়ার পরে আবার দু’টো মাস্ক পরে দরজা খুবলবেন রোগী।

৪.সম্ভব হলে রোগীর নিজেরই বাসন মেজে দেওয়া ভাল। বাসন মেজে আবার টেবিলে রেখে দিলে মাস্ক পরে তা নিয়ে যাওয়া হবে। বাসন আলাদা জায়গায় রেখে হাত স্যানিটাইজ করতে হবে।

৫.রোগী যদি না বাসন মাজতে পারেন, তবে সেই কাজ করতে হবে খুব সাবধানে। মুখে দু’টো মাস্ক ও হাতে গ্লাভ্‌স পরে কাজটি করতে হবে। এরপর বাসন আলাদ একটি জায়গায় সরিয়ে রাখার পরে হাত ভালভাবে স্যানিটাইজ করতে হবে।

এভাবে সতর্কতা অবলম্বন করলে করোনা ছড়ানোর ঝুঁকি অনেকটাই কম হবে রোগীর আশেপাশে থাকা মানুষদের।

মন্তব্যসমূহ (০)


Lost Password