টাইগারদের পেসে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ে ছন্দপতন

টাইগারদের পেসে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ে ছন্দপতন
MostPlay

প্রথম সেশনের ব্যাটিং ছন্দটা দ্বিতীয় সেশনে ধরে রাখতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। চা বিরতিতে যাওয়ার আগে টাইগারদের পেস তোপে খুইয়েছে তারা আরও তিন উইকেটে। ক্যারিবিয়ানদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ১৪৬।

তার আগে মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে ক্যারিবিয়ানরা। উদ্বোধনী জুটিতে সংগ্রহ করে ৬৬ রান। ওপেনার জন ক্যাম্পবেল ফেরেন ৩৬ রান নিয়ে।

কিন্তু মধ্যাহ্নভোজের পর ব্যাটিং ছন্দটা হারিয়ে ফেলে ক্যারিবিয়ানরা। অধিনায়ক ব্রাফেট ৪৭ করে সাজঘরে পথ ধরেন। আর প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান কাইল মেয়ার্স আবু জায়েদ রাহীর বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়েছেন মাত্র ৫ রানে। 

রাহীর দুই উইকেটের সঙ্গে একটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও সৌম্য।

৩০ রান নিয়ে উইকেটে রয়েছেন এনক্রুমাহ বোনার। তাকে সঙ্গ দিচ্ছেন জার্মেইন ব্ল্যাকউড। তার সংগ্রহ ১৮।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৪৬/৪, ৫৮ ওভার (ব্রাফেট ৪৭, ক্যাম্পবেল ৩৬ ও বোনার ৩০*; রাহী ২/৩২, সৌম্য ১/৩০ ও তাইজুল ১/৪১)।

*চা বিরতি পর্যন্ত

মন্তব্যসমূহ (০)


Lost Password