রিয়ালের আজ সেভিয়া পরীক্ষা

রিয়ালের আজ সেভিয়া পরীক্ষা
MostPlay

লা লিগা প্রায় শেষ পর্যায়ে কিন্ত এখনও বলা মুশকিল শিরোপা উৎসবে কোন দল মেতে উঠবে। রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা সবার শিরোপা জয়ের সম্ভাবনা আছে। এমনকি খাতা কলমের হিসেবে শিরোপা জিততে পারে সেভিয়াও। তবে কাল অ্যাতলেটিকো মাদ্রিদ যদি বার্সেলোনাকে হারাতে পারতো তাহলে তাদের সম্ভাবনা থাকতো সবচেয়ে বেশি। গতরাতে বার্সা ও অ্যাতলেটিকো মাদ্রিদের খেলা গোলশুন্য ড্র হওয়ার ফলে শিরোপা জয়ের সমান সুযোগ আছে তিন দলের। লিগের এমন উত্তেজনা পূর্ণ অবস্থায় আজ রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও সেভিয়া। মাদ্রিদের সামনে সুযোগ এসেছে নিজেদের শিরোপার কাছাকাছি নিয়ে যাবার। তবে তাদের ছেড়ে কথা বলবে না পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা সেভিয়া।

সেভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ পেয়েছে মাদ্রিদ। হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস। শনিবার মাদ্রিদের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। যে কারণে রোববার সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে রামোসের আর খেলা হচ্ছেনা। মাদ্রিদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিসের দ্বারা পরিচালিত টেস্টর ভিত্তিতে জানা গেছে রামোসের বাম হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে’। এনিয়ে এবছর তৃতীয়বারের মত তিনি ইনজুরিতে পড়লেন। ক্লাবের হয়ে গত ১৫ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এবারই রামোস সবচেয়ে কম মাত্রও ২১টি ম্যাচ খেলেছেন।

গত একমাস ধরে ইনজুরি বেশ ভোগাচ্ছে রিয়াল মাদ্রিদকে। সবকিছু মিলিয়ে সেভিয়ার বিপক্ষে বেশ চাপেই থাকবে জিনেদিন জিদানে শিষ্যরা। আজ রাত ১টায় মুখোমুখি দুদল। ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৫ এবং এক ম্যাচ কম খেলে রিয়ালের সংগ্রহ ৭৪ এবং সেভিয়ার সংগ্রহ ৭০ পয়েন্ট।

মন্তব্যসমূহ (০)


Lost Password