প্রিয় নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা,রাস্তায় নেমে বিক্ষোভ সমর্থকদের

প্রিয় নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা,রাস্তায় নেমে বিক্ষোভ সমর্থকদের
MostPlay

সেনেগালের জনপ্রিয় রাজনীতিবিদ ওসমানে সোনকো। তার বিরুদ্ধে ধর্ষণ মামলার পর তার জনপ্রিয়তার মাত্রাটা যেন আরো বেশি প্রকাশ পেল। সমর্থকরা বিক্ষোভ শুরুর আগেই অবশ্য ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন সোনকো।

মামলার খবর পেয়েই সেনেগালের রাজধানী ডাকারের রাস্তায় বিক্ষোভে নামেন ওসমানে সোনকোর সমর্থকরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ার ঘটনাও ঘটে।

বুধবার ডাকার শহরের নানা এলাকায় ওসমানে সোনকোর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ যাতে কাছে চলে আসতে না পারে সেই ব্যবস্থা করতে রাস্তায় অস্থায়ী ব্যারিকেড তৈরি করেন সোনকোর সমর্থকরা।

তবে বিক্ষোভ দমনে সেনেগালের নিরাপত্তা বাহিনীকে খুব আগ্রাসী ভূমিকায় দেখা গেছে। সোনকোর সমর্থকদের দিকে রাবার বুলেট ছুঁড়ার ঘটনাও ঘটে। প্রিয় নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলার খবরে রাজধানীর মোড়ে মোড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা।

এ ঘটনায় বিক্ষুব্ধ অনেক সমর্থকদের ধরে গাড়িতে তুলে যায় নিরাপত্তা বাহিনী। তারপরও বিক্ষোভ থামেনি দেশটিতে। তবে বিক্ষোভকারীদের সবাই আগ্রাসী ছিলেন না। সবাই সংঘর্ষে জড়াননি। সমর্থকের মধ্যে কেউ কেউ সংঘর্ষ থামানোর চেষ্টাও করেছেন। সমর্থকরা বিক্ষোভে নেমেও অবশ্য ওসমানে সোনকোর গ্রেফতার ঠেকাতে পারেননি। বুধবারই গ্রেফতার করা হয় তাকে।

মন্তব্যসমূহ (০)


Lost Password