করোনায় আক্রান্ত ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী

করোনায় আক্রান্ত ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী
MostPlay

সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী।মঙ্গলবার দুপুরে টুইটারে নিজেই এ কথা জানিয়েছেন কংগ্রেসের সাবেক এ সভাপতি।রাহুল বলেন, ‘মুদৃ উপসর্গ দেখা দেওয়ার পর করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলাম। তাতে আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যারা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছিলেন, তারা দয়া করে যাবতীয় সুরক্ষাবিধি মেনে চলুন এবং সুরক্ষিত থাকুন।

’গত ১৪ এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। ওই সভার পরেই দেশজুড়ে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আবহে পরবর্তী সব নির্বাচনী প্রচারণা সভা বাতিল করেন তিনি।রাহুল ছাড়াও কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্যসভার সাংসদ আনন্দ শর্মার শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। সোমবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে মনমোহন সিংয়ের। আপাতত দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password