কঠোর বিধিনিষেধ আরোপ করায় দুশ্চিন্তায় কাতার প্রবাসীরা

কঠোর বিধিনিষেধ আরোপ করায় দুশ্চিন্তায় কাতার প্রবাসীরা
MostPlay

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে কাতার সরকার। বিধিনিষেধের আওতায় পড়েছে প্রবাসীদের বহু ব্যবসাপ্রতিষ্ঠান। এতে করে কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় প্রবাসী বাংলাদেশিরা।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ৩০ মে পর্যন্ত শুধু ফার্মেসি, সুপারমার্কেট, রেস্তোরাঁ ছাড়া সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে কাতার সরকার। বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় মাস শেষে বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন প্রবাসীরা।ব্যক্তিগত গাড়িতে তিন জনের বেশি বসা যাবে না এমন নির্দেশনাও দেয়া হয়েছে।

এছাড়া রমজানে মসজিদে তারাবি নামাজ আদায় করা যাবে না। তবে পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার নামাজ মসজিদে অনুষ্ঠিত হবে। শপিংমলসহ আরও বহু ব্যবসাপ্রতিষ্ঠানের ওপরও আরোপ করা হয়েছে বিধিনিষেধ। নতুন বিধিনিষেধের কারণে বড় ধরনের ক্ষতি মুখে পড়তে হবে প্রবাসী বাংলাদেশিদের। কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় অসংখ্য মানুষ।

কাতারে ২৬ লাখের বেশি জনসংখ্যা মধ্যে ১০ লাখের বেশি মানুষকে বিনামূল্যে এরই মধ্য ভ্যাকসিন দেয়া হয়েছে। ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত থাকলেও কমানো যাচ্ছে না সংক্রমণ। দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রায় ১৯ হাজার। এ পর্যন্ত ৪০ জন বাংলাদেশিসহ করোনায় মারা গেছেন ৩২২ জন।

মন্তব্যসমূহ (০)


Lost Password