মুদি দোকানে উত্তেজক সিরাপ, তিন ব্যবসায়ীকে জরিমানা

মুদি দোকানে উত্তেজক সিরাপ, তিন ব্যবসায়ীকে জরিমানা
MostPlay

দিনাজপুরের বিরামপুরে মুদি দোকানে যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা, দুই হাজার বোতল সিরাপ জব্দ ও একটি গোডাউন সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ সিরাপগুলো পরে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় পুলিশকে সঙ্গে নিয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বিডিটাইপকে বলেন, 'দীর্ঘদিন ধরে বিরামপুরে বেশ কিছু মুদির দোকানে ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ বিক্রয় করা হচ্ছিলো। অভিযোগের ভিত্তিতে আজ বিরামপুর পৌরশহরের পুরাতন বাজার এলাকায় তিনটি মুদির দোকানে অভিযান চালানো হয়। এসময় অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে শফিকুল ভ্যারাইটিজ স্টোরকে ৬০ হাজার টাকা, ফরহাদ স্টোরকে ৫০ হাজার টাকা, আরাফাত স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ওই দোকানগুলো থেকে দুই হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ ও অনুমোদনহীন সেমাই জব্দ করে তা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় মালিক না পাওয়ায় একটি গোডাউন সিলগালা করা হয়।'

এদিকে অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করে বেশি দামে বিক্রয় করার অভিযোগে সাইদুজ্জামান সুমন (২৮) নামের এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিরামপুর স্টেশন এলাকায় সুমন কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই জরিমানা করা হয়। আটক সাইদুজ্জামান সুমন পূর্ব জগন্নাথপুর এলাকার মনিরুজ্জামানের ছেলে।

মন্তব্যসমূহ (০)


Lost Password