বুঝে নিন বিয়ের জন্য পার্টনার প্রস্তুত কিনা

বুঝে নিন বিয়ের জন্য পার্টনার প্রস্তুত কিনা
MostPlay

আজকালকার ছেলেরা পাঁচ বছর চুটিয়ে প্রেম করলেও কিছুতেই বিয়ে করতে চান না।  প্রসঙ্গ আসলেই ছেলেরা বলেন এখন টাকা নেই, চাকরিতে আরও একটা প্রমোশন চাই, আরও একটু নিজেদের চিনি ইত্যাদি ইত্যাদি। এমনটাই দাবি করেন মেয়েরা।

কিন্তু এই ছেলেই যদি একদিন বলে, 'যে কবে বিয়ে করতে চাও?' প্রেমিকের এরূূপ কথায় অবাক হচ্ছেন? এর মানে আপনার সঙ্গী কিন্তু এবার বিয়ের জন্য প্রস্তুত। সাধারণত বিয়ের জন্য চাপ ছেলের বাড়ির তুলনায় মেয়ের বাড়ি থেকেই বেশি আসে তাই এমনটি দেখা যায়। আর সেজন্য অনেক সময় ধর্যের অভাবে সম্পর্কে বিচ্ছেদ দেখা যায়।

আপনি যেভাবে বুঝবেন আপনার পার্টনার বিয়েতে রাজি_

মনখুলে মেশেন

যে কোনও মানুষেরই মন খোলা হওয়া উচিৎ। মনের মধ্যে কখনও কিছু চেপে রাখলে শুধু সমস্যা বাড়ে। দুঃখ বাড়ে। আর তাই যদি দেখেন আপনার সঙ্গী আপনার মনের কথা বুঝেন, সব কথার গুরুত্ব বুঝেন তাহলে বুঝবেন সে খাঁটি। আর যে খুব সহজেই সবার সঙ্গে মিশতে পারে সে তো খুবই ভালো।

আপনার বিভিন্ন বিষয়ে তিনিও সংযুক্ত থাকেন

আপনি কী করছেন, কোন কাজ করলে আপনার ভালো হবে এ বিষয়ে তিনি যথেষ্ঠ দায়িত্বশীল। আপনার যে কোনও কৃতিত্বে তিনি খুশি হন। সব সময় আপনাকে উৎসাহ দেন। কী করলে আপনি লক্ষ্যপূরণের পথে এগিয়ে যাবেন তা নিয়ে তিনি ভাবেন। কী করে আপনার জীবনকে তিনি আরও সাবলীল করে তুলবেন এই নিয়ে সব সময় চিন্তা করেন।

আপনার জগৎ নিয়েও তিনি ভাবেন

আপনার পরিবারের সবাই কেমন আছেন সেসব কিছু নিয়েও তিনি ভাবেন। সবার পাশে সব সময় থাকেন। আপনার পরিবার, আত্মীয়, বন্ধুমহল যে কারো সমস্যা তিনি সমাধানের চেষ্টা করেন সম্ভব হলে। তার মানে হলো তিনি  আপনার জগৎ ও আপনার ভালোথাকাকে সম্মান করেন।

আর্থিক সামর্থ নিয়ে ভাবেন

এখন যেভাবে  জিনিসের দাম বাড়ছে তাতে অর্থের খুবই প্রয়োজন। সংসারে সুখ, শান্তি বজায় রাখতেও অর্থের প্রয়োজন আছে। আর তাই সেদিকটা নিয়েও কিন্তু তাঁরা খুব সচেতন থাকে।

মূলত এসকল লক্ষণগুলোই একজন সঠিক জীবনসঙ্গীর মধ্যে দেখা যায় যা দেখে বুঝা যায় আপনার সঙ্গী বিয়ে করতে রাজি আছেন কিনা।

মন্তব্যসমূহ (০)


Lost Password