আজ থেকে আলু ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে

আজ থেকে আলু ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে
MostPlay

আজ থেকে আলু ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ২৫ টাকা দরে আলু বিক্রি শুরু করেছে টিসিবি। মঙ্গলবার খুচরা পর্যায়ে দাম পুননির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। এদিকে, কৃষিমন্ত্রী জানিয়েছেন, আলুর বাজার নিয়ন্ত্রণে শিগগরই বাজার মনিটরিং করবে সরকার।

খুচরা পর্যায়ের পূর্ব-নির্ধারিত ৩০ টাকার বদলে ৩৫ টাকা, হিমাগার পর্যায়ে ২৩ টাকার জায়গায় ২৭ টাকা এবং পাইকারীতে ২৫ টাকার জায়গায় ৩০ টাকা দরে বিক্রি হবে। অন্যদিকে, মঙ্গলবার রাতে বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ থেকে ২৫ টাকা দরে বিক্রি করবে টিসিবি। নিত্যপ্রয়োজনীয় আলুর দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বিভিন্ন স্পটে এই দরে আলু বিক্রি শুরু হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে টিসিবি আলু বিক্রি করবে। জনপ্রতি ২ কেজি করে ২৫ টাকা দরে আলু বিক্রি করা হবে। একই সঙ্গে পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, মসুর ডাল নির্ধারিত সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হবে বলেও জানায় বাণিজ্য মন্ত্রণালয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password