মুফতি আমির হামজার খুঁজে পুলিশ

মুফতি আমির হামজার খুঁজে পুলিশ

বহুল আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে খুঁজছে পুলিশ। পুলিশ বলছে, এই বক্তা ওয়াজ-মাহফিলে ইসলামের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। ইউটিউবে অবমুক্ত তার বেশ কিছু বক্তব্য উগ্রবাদ ছড়াচ্ছে। যা শুনে কোমলমতি কিশোর-তরুণরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে। এইসব কিশোরদের মনমানুষিকতা জঙ্গিবাদ থেকে দূর করতে এই অভিযান চালিয়ে যাবেন পুলিশ।  

এদিকে সারাদেশে হেফাজতের নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযান চলছে। এরপর আত্মগোপনে রয়েছেন আমির হামজা। তবে খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে বলে জানা গেছে।

সম্প্রতি তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টায় গ্রেপ্তার এক যুবকের মোবাইল ফোনে মুফতি আমির হামজাসহ আরো কয়েকজন বক্তার ভিডিও পায় পুলিশ। ওই ঘটনার পর থেকেই গোয়েন্দা নজরদারিতে রয়েছেন মুফতি আমির হামজা।

ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গেল ৫ মে তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টারত সাকিব নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান এক ইসলামি বক্তার নির্দেশে তিনি এই পরিকল্পনা করেছিল। কয়েকজনের ওয়াজ ও বক্তব্য শুনে জঙ্গিবাদে সম্পৃক্ত হয় বলে জানান তিনি।

এদিকে আজ চট্টগ্রামে পুলিশের হাতে  গ্রেফতার  হলো সাবেক এমপি ও জামায়েত ইসলামের অন্যতম নেতা শাজাহান চৌধুরী। 

মন্তব্যসমূহ (০)


Lost Password