শাহবাগে আন্দোলনকারীদের বিরুদ্ধে ‍পুলিশ হত্যাচেষ্টার মামলা

শাহবাগে আন্দোলনকারীদের বিরুদ্ধে ‍পুলিশ হত্যাচেষ্টার মামলা
MostPlay

গতকাল সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল ঘিরে একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে মশাল মিছিলকারীদের সঙ্গে সংঘর্ষের সময় আটক সাতজনের নাম উল্লেখ করে, মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। 

শুক্রবার মধ্যরাতে শাহবাগ থানার এসআই মিন্টু মিয়া বাদী হয়ে একটি থানায় মামলাটি করেন। মামলায় পুলিশ সদস্যদের ‘হত্যাচেষ্টার’ অভিযোগ আনা হয়েছে।

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মাহবুব আলম জানিয়েছেন, এই মামলায় সাতজনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন- আমজিন হায়দায় (২২), নজিব আমিন চৌধুরী (২৭), তানজিমুর রহমান (২২), আকিব আহমেদ (২২), আরাফাত (২৬), নাজিফা জান্নাত (২৪) ও জয়তী চক্রবর্তী (২৩)।ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয় গত বুধবার। এর প্রতিবাদে শুক্রবার দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেন বামধারার ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। সন্ধ্যায় টিএসসি থেকে মশাল মিছিল নিয়ে শাহবাগে এলে তাদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়।

তখন পুলিশের লাঠিচার্জে ৩০ জন আহত হন বলে দাবি করেন আন্দোলনকারীরা। অপরদিকে আন্দোলনকারীদের হামলায় ১৫ জন পুলিশ সদস্য আহত হন বলে পুলিশ জানায়। 

মন্তব্যসমূহ (০)


Lost Password