চট্টগ্রাম বন্দরে ফিলিপাইন নাগরিকের মৃত্যু

চট্টগ্রাম বন্দরে ফিলিপাইন নাগরিকের মৃত্যু
MostPlay

বানিজ্যিক বন্দর চট্টগ্রাম। নাম কাতালান এলমার ডন্ডনাই, ফিলিপাইনের নাগরিক।সোমবার (১০ মে) সকাল ৯টার দিকে চট্টগ্রাম বন্দরে ক্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

'এমভি হান উই’ নামে সিঙ্গাপুরের একটি জাহাজের নাবিক হিসেবে তিনি চট্টগ্রাম বন্দরে এসেছিলেন বলে জানা গেছে।

বিষয়টি বিডি টাইপকেননিশ্চিত করেছেন চট্টগ্রাম নগরের ইপিজেড থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহমেদ নুর।

তিনি বলেন, খলিলুর রহমান নামে এক ব্যক্তি থানায় সংবাদ দেন- কাতালান এলমার ডন্ডনাই নামে তাদের তাদের একজন সহকর্মী বন্দরে পণ্য খালাস করার সময় দুর্ঘটনায় মারা যান।

তিনি ফিলিপাইনের নাগরিক ছিলেন। বন্দরে পণ্য খালাসের সময় ক্রেনের ধাক্কা লেগে একটি ট্রান্সফরমার মধ্যে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহমেদ নুর জানান যে, নিহত বিদেশি নাগরিকের মরদেহ থানায় আছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password