সৌদিসহ অন্য আরব দেশগুলোও ইসরায়েলকে স্বীকৃতি দেবে: ট্রাম্প

সৌদিসহ অন্য আরব দেশগুলোও ইসরায়েলকে স্বীকৃতি দেবে: ট্রাম্প
MostPlay

সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোও শীঘ্রই আমিরাত আর বাহরাইনের অনুসরণে ইসরায়েলকে স্বীকৃতি দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বাহরাইন ও আমিরাত ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করার চুক্তিতে সই করার পর এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ট্রাম্প। নতুন দেশগুলোর সংখ্যা চার থেকে পাঁচটি হতে পারে বলে তিনি আভাস দিয়েছেন। খবর আল জাজিরার

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আগ্রহী দেশগুলোর মধ্যে দুটি দেশের সঙ্গে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে, তারা প্রস্তুত। আপনারা শিগগিরই রক্তপাতহীন এক শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্য দেখতে পাবেন।তিনি বলেন, আমি অনুভব করছি, সৌদি আরব অবিলম্বেই এই শান্তিপ্রচেষ্টার কাতারে শামিল হবে। এটা অনুমান নয়, সৌদি রাজার সঙ্গে কথা বলার পরই আমার যে অভিজ্ঞতা হয়েছে, তার আলোকেই একথা বলছি।

সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, এটা যখন কেউই মনে করছে না, তখনই সৌদি আরবের মক্কার প্রধান মসজিদের ইমাম ইসরায়েলের প্রসঙ্গে বক্তব্য দেন। তার কথা শুনে মনে হয়েছে, সৌদি আরব ইসরায়েলের বিষয়ে আর আগের মতো কঠোর  মনোভাব পোষণ করছে না। মধ্যপ্রাচ্যের ওই অপাঙ্ক্তেয় রাষ্ট্রটি হয়তো সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপনের সুযোগ লাভে সমর্থ হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password