একের পর এক নুরের বিরুদ্ধে মামলা হচ্ছে এবার কুমিল্লাতে

একের পর এক নুরের বিরুদ্ধে মামলা হচ্ছে এবার কুমিল্লাতে
MostPlay

এবার কুমিল্লার দেবীদ্বারে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে স্বেচ্ছাসেবক লীগের কুমিল্লা উত্তর জেলা সদস্য মো. লিটন সরকার বাদী হয়ে দেবীদ্বার থানায় অভিযোগটি দায়ের করেন।

লিটন সরকার বলেন, ধর্মীয় মূল্যবোধে আঘাত করে ফেইসবুকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারায় লিখিত অভিযোগ দায়ের করেছি। গত বুধবার বিকেলে ফেইসবুক লাইভে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে নুরুল হক নূর বলেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না।

নূর লাইভে এসে আরো বলেন, 'আওয়ামী লীগের উগ্রবাদীরা আলেম-ওলামাদের নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের চরিত্র হরণ করছে, এরা মুসলমান হতে পারে না। এদের কোনো ইমান নাই। অভিযোগ দায়ের সময় উপস্থিত ছিলেন, তার আইনজীবী অ্যাডভোকেট মো. হারুনুর রশিদ (সবুজ), কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. সাদ্দাম হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ নেতা যাদব রায় প্রমুখ।

মামলার আইনজীবী অ্যাডভোকেট মো. হারুনুর রশিদ (সবুজ) বলেন, ভিপি নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২)২৮ (২)/২৯(১)৩১ (২) ধারায় অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেবীদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে আরো বলেন, অভিযোগে কিছু ভুল ছিল, যা বাদী তার আইনজীবীর মাধ্যমে সংশোধন করে পুনরায় অভিযোগ পত্র জমা দেয়ার পরামর্শ দিয়েছি। সংশোধীত অভিযোগের বিষয়ে উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পর সম্মতি পেলে রাতেই মামলা রুজু হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password