‘শিক্ষাপ্রতিষ্ঠান কখন খুলবে, এখনই বলা সম্ভব নয়’- শিক্ষামন্ত্রী

‘শিক্ষাপ্রতিষ্ঠান কখন খুলবে, এখনই বলা সম্ভব নয়’- শিক্ষামন্ত্রী
MostPlay

শিক্ষামন্ত্রী ডা. দীপু বলেছেন, শীতকালে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাক্কার (সেকেন্ড ওয়েভ) শঙ্কা থাকায় নভেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কিনা তা এখনই বলা সম্ভব নয়। বুধবার (২১ অক্টোবর) অনলাইন এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।নভেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে কিনা- এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত যে অবস্থা তাতে শিক্ষা প্রতিষ্ঠান… যেখানে যেখানে খুলেছিল অধিকাংশ জায়গায় সেখানে বন্ধ করার পর্যায়ে আছে।’

তিনি বলেন, ‘যেহেতু শীতকাল নিয়ে একটা দুশ্চিন্তা আছে সব জায়গায়, বিশেষজ্ঞ মহলও বলছে। সে কারণে আমাদের কভিড বিষয়ক যে জাতীয় পরামর্শক কমিটি রয়েছে, আমরা তাদের সঙ্গেও আলাপ-আলোচনা করব।’

দীপু মনি বলেন, ‘আমরা যখন মনে করব যে, আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বাস্থ্য ঝুঁকি নেই বা খুবই সামান্য, হয়তো বা যে রিস্কটুকু নেওয়া সম্ভব, সে রকম একটা অবস্থায় যদি যায়, তখন আমরা খুলতে পারব। সেটি কবে হবে সেটি আমাদের কারও পক্ষেই এই মুহূর্তে বলা সম্ভব নয়।’

এদিকে করোনা মহামারির কারণে এ বছর পরীক্ষা ছাড়াই পরের ক্লাসে উত্তীর্ণ হবেন ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা। তবে পড়াশোনার দুর্বলতা কাটাতে সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন হবে।

চলমান মহামারি করোনা ভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। যদিও এ মুহূর্তে অনলাইন ও টেলিভিশনে ক্লাস নেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), ইবতেদায়ি সমাপনী (ইইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা বাতিল করা হয়েছে।

টানা ৭ মাস ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বার্ষিক পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান।

মন্তব্যসমূহ (০)


Lost Password