নোবেলের ফেসবুক পেজ নাকি হ্যাক হয়েছে

নোবেলের ফেসবুক পেজ নাকি হ্যাক হয়েছে
MostPlay

তোদের সো কল্ড লেজেন্ড জেমসের কয়ডা গান রিলিজ হইসে গত কয়েক বছরে? ঝিমায় গেছে নাকি? লুল!' এমন একটি পোস্ট ঈদের আগের রাতে মাইনুল আহসান নোবেলের ফেসবুক থেকে পোস্ট করা হয়। মধ্যরাতের এই পোস্ট নিয়ে দ্বিধায় পড়ে যান সংগীত সংশ্লিষ্টরা। অনেকেই মনে করছিলেন নোবেলের ফেসবুক পেজটি হ্যাক হয়ে গেছে। এরপর জেমসকে তুচ্ছ-তাচ্ছিল্য করে রাতভর একের পর এক পোস্ট আসতেই থাকে। পোস্ট দেওয়া হয় গীতিকার-সুরকার ইথুন বাবুকে নিয়েও।

পোস্টগুলো দেখে নোবেলের সমালোচনার পাশাপাশি তিনি নিজে এগুলো লিখছেন, না-কি অন্য কেউ লিখেছেন তা নিয়ে শুরু হয় জল্পনা। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড়ের মধ্যে দিন শেষে গায়ক নোবেল জানান, তিনি হ্যাকিংয়ের শিকার হয়েছেন।

নোবেল জানান, তার পেজটি পুরোপুরি বেহাত হয়নি, নিয়ন্ত্রণ তার হাতেও রয়েছে। শুক্রবার সন্ধ্যায় নোবেল সাংবাদিকদের বলেন, 'আমার পেজের অ্যাডমিন দুজন; সেই সঙ্গে এডিটরসহ আছেন মোট ২৭ জন।… এটা (হ্যাক) একটু ওপরের লেভেল থেকে হয়েছে বলে একটু ঝামেলা হয়েছে'।

সমস্যা সমাধানের বিষয়ে তিনি বলেন, ‘ইন্ডিয়াতে (ফেসবুকের আঞ্চলিক দপ্তর) যোগাযোগ করা হচ্ছে। ইন্ডিয়াতে কাজ না হলে প্রয়োজনে সিলিকন ভ্যালি পর্যন্ত যাব। পেজ আমরা উদ্ধার করব'।

কখন থেকে পেজটি বেহাত- এমন প্রশ্নের জবাবে নোবেল দাবি করেন, পেজটি পুরোপুরি বেহাত হয়নি; নিয়ন্ত্রণ তার হাতেও আছে। তাহলে পোস্টগুলো সরিয়ে নিচ্ছেন না কেন- জানতে চাইলে তিনি বলেন, 'আমাকে থ্রেট দেওয়া হচ্ছে যে, স্ট্যাটাসগুলো ডিলিট করলে আরো আজেবাজে স্ট্যাটাস দেওয়া হবে। যে কারণে স্ট্যাটাসগুলো ডিলিট করছি না। আমার ফেসবুক পেজ সিকিউর করতে চাই'।

পেজ হ্যাকড হয়েছে কি-না এবিষয়ে প্রযুক্তিসংশ্লিষ্টদের বক্তব্য, 'নোবেলের পেজ হ্যাক হয়নি। যারা এটা ভাবছেন তারা ভুলের মধ্যে আছেন। কারণ যেকোনো পেজের অ্যাডমিন রিমুভ করতে হলে এখন আগে তার কাছে নোটিফিকেশন যাবে এবং সে যদি না চায় তাকে কোনোভাবেই পেজ থেকে রিমুভ করতে পারবে না। নোবেল শুধুমাত্র নিজের মিউজিক ভিডিওর প্রচারণার জন্য এসমস্ত লেইম পোস্ট করছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password