নিয়ামতপুর ছাতড়া পশু হাটে অতিরিক্ত টোল আদায়ে ইজারাদারকে অর্থদণ্ড

নিয়ামতপুর ছাতড়া পশু হাটে অতিরিক্ত টোল আদায়ে ইজারাদারকে অর্থদণ্ড
MostPlay

আজ দুপুরে ১৯এপ্রিল সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ছাতড়া পশু হাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন এসি (ল্যান্ড) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নীলুফা সরকার।এসময় অতিরিক্ত টোল আদায়ের জন্য ইজারাদারকে ৪০০০০/(চল্লিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ব্যর্থতায় পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এসি (ল্যান্ড) নীলুফা সরকার জানান যে, হাটে উপস্থিত ক্রেতা-বিক্রেতাগণ অভিযোগ করেন গরুর টোল ৪০০ টাকার স্থলে ৬০০-৬৫০ টাকা, ছাগল/ভেড়া এর ১৫০টাকার স্থলে ৪০০- ৪৫০ টোল আদায় করা হচ্ছে। উপস্থিত ক্রেতার নিকট ৬০০ টাকা টোল আদায়ের রসিদও দেখা যায়।

এর আগেও একই অভিযোগে এ হাটে একাধিকবার ইজারাদার পক্ষকে জরিমানা করা হয়েছে। তবুও তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত হচ্ছেনা!মনে রাখবেন "নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘন কারীদের পছন্দ করেন না।"[সূরাঃআল-মায়ীদাঃ৮৭ ]

এসি (ল্যান্ড) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নীলুফা সরকার বলেন, ইজারাদার ও তদসংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি সীমা লংঘন করবেন না। আমাদের আরো কঠোর হতে বাধ্য করবেন না। করোনার এ দুঃসময়ে মানুষের পাশে থাকুন। মানবিক আচরণ করুন। ধন্যবাদ।

মন্তব্যসমূহ (০)


Lost Password