ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের জন্য চসুবিধা

ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের জন্য চসুবিধা
MostPlay

করোনা সংক্রমণ বাড়তে থাকায় সরকার ঘোষিত কঠোর লকডাউনে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন সুবিধা দেওয়ার নির্দেশনা এসেছে।বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক নতুন এই নির্দেশনায় বলেছে, যেসব কর্মকর্তা-কর্মচারীর জন্য ব্যাংক নিজস্ব উদ্যোগে পরিবহনের ব্যবস্থা করতে পারবে না, সেসব কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ যাতায়াত ভাতা দিতে হবে।১৪ এপ্রিল থেকে যতদিন সরকারি বিধিনিষেধ বহাল থাকবে, ততদিন এ ভাতা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনা বলা হয়েছে, সরকারি বিধিনিষেধের মধ্যে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অফিসে আনা-নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ব্যাংক সব ক্ষেত্রে কর্মীদের আসা-যাওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। এতে ব্যাংকের কর্মীরা অফিসে আসা-যাওয়া করতে বাড়তি খরচ ও ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।

তাই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের সমস্যা নিরসনে ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায় পরিবহন-সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিচ্ছে।নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো কারণে ব্যাংক তার কর্মীদের জন্য পরিবহন-সুবিধা নিশ্চিত করতে ব্যর্থ হলে সে ক্ষেত্রে যৌক্তিক হারে যাতায়াত ভাতা প্রদান ও পুনর্ভরণের ব্যবস্থা করবে। এ-সংক্রান্ত ব্যয়ের বিষয়টি সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে পরবর্তী সময়ে অনুমোদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password