কক্সবাজারের পর্যটন এলাকায় ট্রাকচাপায় একাধিক প্রাণহানি

কক্সবাজারের পর্যটন এলাকায় ট্রাকচাপায় একাধিক প্রাণহানি
MostPlay

কক্সবাজারের পর্যটন এলাকা কলাতলীতে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১০-১২ জনকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ৫-৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৬ মার্চ) রাত ১১টায় কলাতলীর ডলফিন মোড়ের হোটেল ওয়ার্ল্ড বীচ রির্সোটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সহায়তায় আহত ও নিহতদের উদ্ধারে কাজ করে স্থানীয়দের সহায়তায় কক্সবাজার ফায়ার সার্ভিস ও ট্রাফিক পুলিশ। উদ্ধারকাজে অংশ নিয়েছেন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরাও।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা হলেন, কক্সবাজার শহরের কলাতলী এলাকায় লাল মিয়ার স্ত্রী মোমেনা বেগম (৬০) ও রাজধানীর উত্তরা এলাকার সাহাদত হোসেন (৪৫)। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, শনিবার রাত ১১ টার দিকে কক্সবাজারমুখী সিমেন্ট বোঝাই ট্রাকটি (চট্ট মেট্টো-ট-১১-৬৮২৮) নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দুজন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১০ পথচারী

মন্তব্যসমূহ (০)


Lost Password