সাইফ স্পোর্টিং ক্লাবকে হারালো মোহামেডান

সাইফ স্পোর্টিং ক্লাবকে হারালো মোহামেডান
MostPlay

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বে দারুণ ছন্দে আছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। গত ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিরতি লেগে টানা দুই জয় তুলে নিয়েছে সাদা কালো শিবির। আজ দুই আফ্রিকানের ওপর ভর করে মোহামেডান ২-১ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিংকে। মোহামেডানের ঠিক উল্টো সময় পার করছে দেশের ফুটবলের নতুন শক্তি সাইফ স্পোটিং। ফিরতি লেগের প্রথম ম্যাচে ড্র করার পর আজ হেরেই বসেছে জামাল ভুঁইয়াদের সাইফ স্পোটিং।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি কেউই। তবে বিরতির পর আক্রমণে এগিয়ে থেকে জয় ছিনিয়ে নিয়েছে মোহামেডান। বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া উঠে দুই দল। প্রথমে এগিয়ে যায় মোহামেডান। ৫২ মিনিটে ক্যামেরুনের ইয়াসানের গোলে এগিয়ে যায় সাদা কালো শিবির। তিন মিনিট পর আবারও এগিয়ে যেত পারতো মোহামেডান কিন্ত সোলেমান দিয়াবাতের শট গোলকিপার রুখে দিলে লিড বাড়াতে পারেনি তারা। সুযোগ মিস করার পর লিড বেশিক্ষন ধরে রাখতে পারেনি মোহামেডান। ৬৯ মিনিটে সাইফ ম্যাচে ফেরে মেরাজ হোসেনের গোলে। গোল হযম করার পর আক্রমন বাড়িয়ে দেয় মোহামেডান। ফলও হাতেনাতে পেয়ে যায় তারা। ম্যাচের শেষ দিকে ৮৪ মিনিটে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে সোলেমান দিয়াবাতে অসাধারণ গোল করে মোহামেডানের নিশ্চিত করেন।

এই জয়ে মোহামেডান ১৪ ম্যাচে সপ্তম জয়ে ২৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। বিপরীতে সাইফ স্পোর্টিং সমান ম্যাচে পঞ্চম হারে ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password