শেষবার ঘুমিয়ে পড়েও কতজনকে নতুন জীবন দিয়ে গেল দুধের শিশু

শেষবার ঘুমিয়ে পড়েও কতজনকে নতুন জীবন দিয়ে গেল দুধের শিশু
MostPlay

প্রিয়জনের মৃত্যু হলে শোকে – দুঃখে – হতাশায় ডুবে থাকি আমরা | বুঝতে পারি না এরপর আমাদের জীবনের অভিমুখ কীভাবে কোনদিকে ফিরে যাবে | কিন্তু পুনের এই দম্পতি নিজেদের দু‘ বছরের ছোট্ট সন্তানকে হারিয়েও নিলেন এমন এক মানবিক সিদ্ধান্ত যা তাঁদের নিয়ে এল শিরোনামে |

 পুনের ছোট্ট ইভানের ব্রেন টিউমারের সমস্যা দেখা দিয়েছিল ১ মাস আগে | ডাক্তারদের কাছ থেকে টিউমারের ব্যাপারে জানতে পর ইভানের বাবা মা তাকে নিয়ে মুম্বইতে বিশেষজ্ঞের চিকিৎসার জন্য আসেন | অস্ত্রোপচারও করা হয় | কিন্তু ফেরানো যায়নি তাকে | সন্তান হারানোর শোকে নিথর হয়েও ইভানের অঙ্গদানের সিদ্ধান্ত নেন তার বাবা মা |

 ইভানের হৃদযন্ত্র‚ লিভার‚ কিডনি ও কর্নিয়া দান করার সিদ্ধান্ত নেন ইভানের বাবা মা | থানের জুপিটার হসপিটালে ইভানের দান করা লিভারের সাহায্যে একজন ৪ বছরের শিশুর লিভার প্রতিস্থাপন সম্ভব হয়েছে | বম্বে হাসপাতাল থেকে চেন্নাইয়ের ফর্টিস হাসপাতালে স্থানান্তরিত করা হয় ইভানের হৃদযন্ত্রটি | আই ব্যাঙ্ক কোঅর্ডিনেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে সংরক্ষিত করা হয়েছে ইভানের দান করা কর্নিয়া |

 এমন পদক্ষেপ নিয়েও ইভানের বাবা মা নিজেদের পরিচয় গোপন রাখতে চেয়েছেন |  ইভান প্রভুই সম্ভবত দেশের সর্বকনিষ্ঠ অঙ্গদাতা |

মন্তব্যসমূহ (০)


Lost Password