কলম্বিয়ায় সামরিক অভিযানে ফার্কের ১০ সদস্য নিহত

কলম্বিয়ায় সামরিক অভিযানে ফার্কের ১০ সদস্য নিহত
MostPlay

দক্ষিণপূর্ব কলম্বিয়ার সাবেক ফার্ক বিদ্রোহী গ্রুপের ভিন্নমতাবলম্বীদের একটি ঘাঁটিতে সামরিক বাহিনীর বোমা হামলায় ১০ সদস্য নিহত ও তিনজন আহত হয়েছে। মঙ্গলবার দেশটির সরকারি সূত্র একথা জানিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী দিয়াগো মোলানো টুইটার বার্তায় বলেন, সামরিক অভিযান চালিয়ে ফার্কের ১৩ ভিন্নমতাবলম্বীকে ‘প্রতিরোধ’ করা হয়েছে।

এসব ভিন্নমতাবলম্বী কলম্বিয়ার ২০১৬ সালে করা শান্তি চুক্তি থেকে নিজেদের দূরে রেখেছে। আর এই চুক্তির মাধ্যমে অর্ধ শতাব্দীর গৃহযুদ্ধের অবসান ঘটে এবং ওই বছর ফার্ক গেরিলাদের নিরস্ত্র করা হয়।
তবে কখন এ সামরিক অভিযান চালানো হয় সে ব্যাপারে মোলানো কিছু বলেননি।

এক সূত্র জানিয়েছে, এ অভিযানে ১০ জন নিহত ও তিনজন আহত হয়েছেন।

কলম্বিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের একটি বনভূমি কালামার পৌরসভা এলাকায় এ বোমা হামলা চালানো হয়। সেখানে সাবেক ফার্কের ভিন্নমতাবলম্বীরা এখনো তৎপর রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password