মেসিদের প্রতিপক্ষ ১১ হাজার ৮০০ ফুট উচ্চতা

মেসিদের প্রতিপক্ষ ১১ হাজার ৮০০ ফুট উচ্চতা
MostPlay

২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের ইকুয়েডরের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা পেনাল্টি কিকে জয়সূচক গোলটি করেছিলেন লিওনেল মেসি প্রথম ম্যাচে ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সে খেলেছিল আলবিসেলেস্তেরা দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ বলিভিয়া দল হিসেবে যতটা সহজ প্রতিপক্ষ তার থেকে বেশি কঠিন বলিভিয়ার মাঠ স্তাডিও হের্নান্দো সিলেসে খেলা কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ৮০০ ফুট উচ্চতায় অবস্থিত।

২০১৭ সালে বিশ্বকাপ বাছাই পর্বে লা পাজের এই মাঠেই ২-০ তে হারতে হয়েছিল আর্জেন্টাইনদের। ২০০৯ সালে বাছাই পর্বের ম্যাচে ৬-১ গোলের বড় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল।মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় মাঠে নামবে দুই দল। এরই মধ্যে লা পাজে পৌঁছে গেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

হের্নান্দো সিলেসের নামকরণ করা হয়েছিল বলিভিয়ার ৩১তম প্রেসিডেন্টের সম্মানে। এই মাঠের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে, উচ্চতার কারণে  স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়।খেলার পর অনেক দলকে কৃত্রিম শ্বাসযন্ত্র বা ভেন্টিলেটরও নিতে দেখা গেছে।এদিকে কাতার বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে সাওপাউলোতে ব্রাজিলের বিপক্ষে ৫-০ গোলে হেরে বাড়ি ফিরেছে বলিভিয়া।

ঘরের মাঠে আর্জেন্টিনাকে কেমন আতিথেয়তা দিবে লা ভের্দেরা। সেই জন্য অপেক্ষা করতে হবে বেশ কয়েক ঘণ্টা।

মন্তব্যসমূহ (০)


Lost Password