সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি করোনামুক্ত হলেন

সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি করোনামুক্ত হলেন
MostPlay

করোনা মুক্ত হয়েছেন গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ চুমকি। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গত ১৫ এপ্রিল সংসদ এলাকা স্থাপিত মেডিকেল ক্যাম্পে করোনার নমুনা দেন। শনিবার ওই নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরুর প্রথম দিনে নিজের শরীরে ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে উপজেলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। ভ্যাকসিন নেয়ার একমাস ২২ দিন পর তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে ২ এপ্রিল করোনার নমুনা দেন। ওই নমুনা পরীক্ষায় গত ৩ এপ্রিল করোনা শনাক্ত হয়। এরপর তিনি ১৫ দিন হোম আইসোলেশনে ছিলেন।মেহের আফরোজ চুমকি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৫ আসন থেকে চারবার সংসদ সদস্য।

মন্তব্যসমূহ (০)


Lost Password