পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যান সিটি

পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যান সিটি
MostPlay

এক কথায় অসাধ্য সাধন করতে ম্যান সিটি গিয়েছিল নেইমারের পিএসজি কিন্ত পারলো না উল্টো ম্যান সিটি তাদের শিখিয়ে দিল কিভাবে চাপ সামলে নিজেদের সেরাটা খেলে জয় নিশ্চিত করতে হয়। প্রথম লেগ ২-১ ব্যাবধানে জয়ের পর রিয়াদ মাহরেজের দুই গোলে পিএসজিকে ২-০ গোলে হারিয়ে ৫১ বছর পর কোনও ইউরোপিয়ান ফাইনালে উঠে গেল পেপ গার্দিওলার শিষ্যরা। তুষারপাতের কারণে বরফ আচ্ছাদিত ছিল মাঠ, বিরতির পর কিছুটা বৃষ্টিও হয়। তবে কোনোকিছুই আটকে রাখতে পারেনি ম্যান সিটিকে। সেমিফাইনালের দুই লেগে মিলিয়ে তাদের আজয় ৪-০ ব্যাবিধানে। ম্যান সিটির কোচ হিসেবে গার্দিওলার প্রথম ফাইনাল এটি।

ম্যাচের শুরুতে অবশ্য একটা আশা তৈরি হয়েছিল পিএসজির। ষষ্ঠ মিনিটে আলেকসান্দার জিনচেঙ্কোর হাত আর কাঁধের কাছাকাছি জায়গায় বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআরে সিদ্ধান্ত পাল্টায়। টিভি রিপ্লেতে দেখা যায়, হাতে নয়, বলটা লেগেছে কাঁধেই। সে চমক কেটে ওঠার আগেই গোল খেয়ে বসে পিএসজি। জিনচেনকোর বাড়িয়ে দেয়া বলে ডি ব্রুইনার শট পিএসজির ডিফেন্ডার রকিনিয়োস ঠেকিয়ে দিলেও ফিরতি বল থেকে আলজেরিয়ান উইঙ্গার মাহরেজের শট কেউ ঠেকাতে পারেননি। ১১ মিনিটেই এগিয়ে গেল স্বাগতিক দল। ম্যাচের ১৫ মিনিটের সময় সমতায় ফেরার সুযোগ তৈরি হয়েছিল পিএসজি। নেইমারের নেয়া ফ্রি কিক থেকে বল পেয়ে যান ডি মারিয়া। তিনি সেকেন্ড পোস্টে দাঁড়িয়ে থাকা মারকুইনহোসনের উদ্দেশ্যে বল উড়িয়ে দেন। সেই বলে সবার চেয়ে উঁচুতে লাফিয়ে হেড করেন মারকুইনহোস, কিন্তু ক্রসবারে আঘাত করে বল। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি

বিরতি থেকে গোলের স্পষ্ট সুযোগ তৈরি করতে পারছিলনা পিএসজি। নেইমার, ডি মারিয়াদের আক্রমন ম্যান সিটির রক্ষনেই আটকে যাচ্ছিল বারবার। উল্টো ৬৩ মিনিটে পিএসজির টানা দ্বিতীয়বার ফাইনালে খেলার স্বপ্ন ধুলিসাৎ করে দেয় রিয়াদ মাহরেজ। ডি ব্রুইনার সঙ্গে ওয়ান-টু পাস থেকে বক্সের মধ্যে ঢুকে ডা দিকে বল বাড়ান ফিল ফডেন। বল গড়িয়ে মাহরেজের সামনে পড়ে। নিজের দ্বিতীয় গোল করতে মাহরেজ ভুল করেননি একটুও। দুই গোল খেয়ে মারদাঙ্গা হয়ে ওঠে পিএসজি। মেজাজ ধরে রাখতে পারেনি তারা। ৬৯ মিনিটে সাইডলাইনের বাইরে সিটির অধিনায়ক ফের্নানদিনিয়োকের পা মারিয়ে লাল কার্ড দেখেন ডি মারিয়া। শেষদিকে ছন্নছাড়া ফুটবল খেলতে থাকা পিএসজি ৭৭ মিনিটে আবারও পিছিয়ে পরতে পারতো। ফডেনের নেরা আড়াআড়ি শট নাভাসের নাগালের বাইরে দিয়ে গেলেও গোলবারে আঘাত করে। হতাশায় মাথায় হাত দেন এই ইংলিশ মিডফিল্ডার। এই ম্যাচে জোড়া গোল করা রিয়াদ মাহরেজ ঠাই করে নিয়েছেন ইতিহাসে। কোনও ইংলিশ ক্লাবের জার্সিতে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দুই লেগেই গোল করলেন মাহরেজ। এর আগে ২০১৮ সালে এই সাফল্য দেখান লিভারপুলের সাদিও মানে।

আগামী ২৯ মে ইস্তানবুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নামবে গার্দিওলার ম্যানচেস্টার সিটি। তাদের প্রতিপক্ষ নির্ধারীত হবে। আজ রাতে রিয়াল মাদ্রিদ ও চেলসির মধ্যে জয়ী দল হবে তাদের প্রতিপক্ষ।

মন্তব্যসমূহ (০)


Lost Password