ফেইসবুকে মামুনুল হকের জেলখানার ছবি ভাইরাল

ফেইসবুকে মামুনুল হকের জেলখানার ছবি ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মামুনুল হকের জেলখানার ছবি ভাইরাল। গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার পর থেকে ৩ বার তাকে রিমান্ডে নেয় পুলিশ। এরই মধ্যে আজ একটি ছবি ভাইরাল হয়,সেখানে দেখা যাচ্ছে মামুনুল হকসহ কয়েক জন হেফাজত নেতা জেলখানায় সারিবন্দধ হয়ে শুয়ে আছেন।

দীর্ঘদিন নজরদারিতে রাখার পর রোববার ( ১৮ এপ্রিল) দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। এদিন গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) হারুনুর রশিদ জানান, ২০২০ সালের মার্চে মোহাম্মদপুর এলাকায় ভাঙচুরের মামলায় মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এ মামলার ৭ নাম্বর আসামি।

এর আগে (৪মে )তৃতীয় বারের মত রিমান্ডে নেওয়া হয় মামুনুল হককে। রাজধানীর পল্টন থানায় নাশকতার ২ মামলায় তৃতীয় দফায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 সর্বশেষ ২৬ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ। সেই রিমান্ডের মেয়াদ শেষে আজ তাকে আদালতে হাজির তৃতীয় দফায় রিমান্ড আবেদন করা হলো। মামুনুল হকের বিরুদ্ধে সর্বশেষ মামলাটি হয়েছে গত ৫ এপ্রিল। চলতি বছরের ২৬ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পর সংঘর্ষের ঘটনায় এ মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে ইতিমধ্যে বেশ কয়েকজন কেন্দ্রীয় হেফাজত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password