ঘরে বসেই তৈরি করুন সুস্বাদু শসার আচার

ঘরে বসেই তৈরি করুন সুস্বাদু শসার আচার
MostPlay

শসাকে সবজি হিসেবে জানলেও ফল হিসেবে বেশ পরিচিতি রয়েছে এর। তাই তো যে কোনও খাবারে সালাদ হিসেবে রাখা হয়। পুষ্টিকর এই শসা সালাদ বা তরকারি ছাড়াও ব্যবহার করা যায়। কখনো কি শসার আচারের নাম শুনেছেন! অবাক লাগলেও সত্যি যে শসার আচারও হয়। এবার তাহলে সহজলভ্য শসার সুস্বাদু আচার তৈরির রেসিপি জেনে নেয়া যাক-

উপকরণ : দুইটা বা তিনটা শসা পাতলা স্লাইস করে নিন, ২টা পেঁয়াজ পাতলা গোল করে কেটে নিন। দেড় টেবিল চামচ সরিষার তেল, আধা কাপ সাদা ভিনেগার, ২ টেবিল চামচ চিনি, লবণ স্বাদমতো ও দেড় টেবিল চামচ চিলি ফ্লেক্স।

প্রস্তুতপ্রণালী : প্রথমে একটি বড় বাটিতে সকল উপকরণগুলো একত্র করুন। এবার ভালো করে সব মিশিয়ে নিন। প্রায় ২০ থেকে ২৫ মিনিট এভাবে রেখে দিন। তারপর পছন্দসই প্লেটে প্রিয় মানুষকে পরিবেশন করুন আপনার তৈরি শসার সুস্বাদু আচার।

মন্তব্যসমূহ (০)


Lost Password