ট্রেনের নিচে প্রেমিক-প্রেমিকার ঝাঁপ, প্রাণ গেল একজনের

ট্রেনের নিচে প্রেমিক-প্রেমিকার ঝাঁপ, প্রাণ গেল একজনের
MostPlay

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আত্মহত্যার জন্য প্রেমিক যুগল চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। কিন্তু প্রাণ যায় শুধু প্রেমিকের (৩০)। আর প্রেমিকাকে (১৭) আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

শনিবার বিকাল ৩টার দিকে আখাউড়া-সিলেট রেলপথের বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের তোফায়েলনগর চাঁনপুর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দেয় তারা।

নিহত প্রেমিক মোহাম্মদ শান্ত (৩০) চাঁনপুর গ্রামের হামদু মিয়ার ছেলে। পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার বলেন, শুনেছি প্রেমঘটিত বিষয়ে ছেলেমেয়ে উভয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। প্রেমিক শান্তর মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password