ঈদের নতুন পোশাক পেলো সুবর্ণখালী এতিমখানার শিক্ষার্থীরা

ঈদের নতুন পোশাক পেলো সুবর্ণখালী এতিমখানার শিক্ষার্থীরা
MostPlay

ঈদের নতুন পোশাক পেয়েছে যশোরের শার্শার সুবর্ণখালী এতিমখানার শিক্ষার্থীরা। নতুন পোশাক পেয়ে খুশিতে মাতোয়ারা হয়েছে হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীরা।

এতিমখানার কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ঈদের নতুন পোশাক তুলে দেন শার্শার কৃতি সন্তান দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান। 

এর আগে গত ১০ রমজান এতিমখানার এই সকল শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী দিতে গিয়ে ফেইসবুক লাইভে এতিম শিক্ষার্থীদের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরেন ধরেছিলেন তিনি। 

তারই ধারাবাহিকতায় ঢাকা থেকে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব নিজামুদ্দিন নামে এক মহৎ ব্যক্তি শার্শার সুবর্ণখালীতে আসেন এবং সব এতিম শিক্ষার্থীদের ঈদের নতুন পোশাক তৈরির জন্য উদ্ভাবক মিজানের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করেন।  

রবিবার বিকালে ঈদের সেই নতুন পোশাক নিয়ে এতিম শিক্ষার্থীদের হাতে তুলে দিলে তারা আনন্দে বিমোহিত হয়ে ওঠে। 

এসময় উদ্ভাবক মিজান বলেন, দেশের সকল এতিমখানার শিক্ষার্থীদের পাশে শুধু একজন নিজাম উদ্দিন কিংবা একজন মিজান আসলে হবেনা। তাদের পাশে দাঁড়াতে ও সার্বিক সহযোগিতা করার জন্য সকলে এগিয়ে আসতে হবে। এতিমদের সাহায্য করলে আল্লাহ ও রসুল (সাঃ) রাজিখুশি হয়। তাই আসুন যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ায়।
এসময় উদ্ভাবক মিজানুর রহমান এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল কোরআন ও মাষ্ক বিতরণ করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password