বৈশাখী পোশাক কেনা হলো না কিশোর কাউসারের

বৈশাখী পোশাক কেনা হলো না কিশোর কাউসারের
MostPlay

কাউসার আহম্মেদ (১৪)। বাবা নজরুল ইসলামের সাথে বৈশাখী পোশাক কেনার জন্য চাঁচকৈড় বাজারে আসার পথে ভ্যান থেকে পড়ে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোঘনা করেন।

স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে কাউসার ও তার পিতা নজরুল ইসলাম তার গ্রামের বাড়ি নারায়নপুর থেকে চাঁচকৈড় বাজারে ভ্যান যোগে আসার পথে দেছেরের মোড় নামকস্থানে ভ্যান থেকে পরে যায়। সে নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। অভাব অনটনের সংসারে সারাদিন বাবার সাথে মাঠে শ্রম বিক্রি করে বিকেলে বৈশাখী পোশাক কেনার জন্য বায়না ধরে। ছেলের আবদার মেটাতে পিতা নিজেই ভ্যান ভারা করে চাঁচকৈড় বাজারে উদ্দেশ্য রওনা দেন।

পথের মধ্যে বাবার সামনেই ভ্যান থেকে হঠাৎ পাঁকা রাস্তায় পরে যায় কিশোর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সঞ্চিতা রানী সরকার সন্ধ্যা ৬ টায় তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় এলাকায় জানাজানি হলে শোকের ছায়া নেমে আসে।কর্তব্যরত চিকিৎসক সঞ্চিতা রানী সরকার বলেন, কিশোর কাউসারকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে

মন্তব্যসমূহ (০)


Lost Password