ছেঁড়া জিন্স পরা নিয়ে মন্তব্য,তোপের মুখে কঙ্গনা

ছেঁড়া জিন্স পরা নিয়ে মন্তব্য,তোপের মুখে কঙ্গনা
MostPlay

কঙ্গনা বিতর্ককে ছাড়তে পারেন না,নাকি বিতর্ক কঙ্গনাকে? এই প্রশ্নই এখন ঘুরছে সকলের মনে। প্রাচীন ভারতীয় নারীদের সম্মান প্রদর্শন করতে গিয়ে আজকের নারীদের নিয়ে‘কুরুচিকর’ মন্তব্য করে বসছেন অভিনেত্রী। ছেড়ে দেওয়ার পাত্রী নন, আজকের মেয়েরাও। কঙ্গনাকে যথার্থ জবাব দিয়েছেন তারাও।

কঙ্গনার কথায়, সাম্প্রতিক সময়ে নজির গড়া নারীরা ‘আমেরিকার ছেঁড়া জিনস আর রাগস পরতেই অভ্যস্ত’,নিজেদের সভ্যতা-সংস্কৃতি থেকে দূরে থাকতে ভালোবাসে তাঁরা। এই মর্মে কঙ্গনা একটি পোস্ট শেয়ার করেন সেখানে দেখা যায় ভারতের প্রথম (যৌথ) নারী চিকিৎসক আনন্দি রাও গোপালরাও জোশির। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও আনন্দি রাও গোপালরাও জোশি ছিলেন উনবিংশ শতকের ভারতের দুই মহীয়সী নারী, যাঁরা ইউরোপ থেকে চিকিৎসা শাস্ত্রে স্নাতক ডিগ্রি লাভ করেন। 

ভারতের আনন্দি রাও-এর ছবির পাশাপাশি সিরিয়া ও জাপানের দুই নারী চিকিৎসকের সাবেকি পোশাক পরা ছবি শেয়ার করে কঙ্গনা লেখেন, প্রাচীন যুগের এই বিদুষী নারীদের কুর্নিশ জানাই, যাঁরা শুরু নিজেদের ব্যক্তিসত্ত্বাকে তুলে ধরেননি, বরং একটা সমগ্র জাতি, সংস্কৃতি এবং দেশের প্রতিনিধিত্ব করেছে। যদি আজকের দিনে কোনও নজির গড়া মেয়ের ছবি তোলার মতো হতো তাহলে সে টর্নড আমেরিকান জিনস আর রাগসের মতো ব্লাউজ পরতো, আমেরিকার মার্কেটিংয়ের প্রতিনিধি হয়ে যেত'।

এরপরই আসরে নেমে পরে কঙ্গনাকে চোখে আঙুল দিয়ে নেটিজেনরা মনে করিয়ে দেন, তিনিও মার্কিন ব্র্যান্ডের কম বড় ভক্ত নন। অনেকে যেমন কঙ্গনাকে ট্রোল করেছেন তেমনই অনেকেই প্রশংসাও করেছেন অভিনেত্রীর। নিজের বিদেশি ব্র্যান্ডেড এবং ডিজাইনার পোশাক পরে অন্যদের জ্ঞান না দেওয়াই ভালো মতে মত বেশিরভাগ জনের। এর জেরে কঙ্গনার গায়ে ‘হিপোক্রিট’ তকমাও সেঁটে দিয়েছেন অনেকে। 

কঙ্গনা বরাবরই সরব হয়েছে স্বদেশি জিনিস পত্রের প্রচারে। মোদীর ‘আত্মনির্ভর’ ভারত নিয়ে  আগেও অনেকবার মুখ খুলেছেন তারকা।

মন্তব্যসমূহ (০)


Lost Password