৬৬ কিমি বেগে কালবৈশাখী ঝড় রাজধানীতে

৬৬ কিমি বেগে কালবৈশাখী ঝড় রাজধানীতে
MostPlay

কয়েকদিনের প্রচণ্ড গরমের পরে সন্ধ্যায় রাজধানীর উপর দিয়ে বয়ে গেছে ৬৬ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়। সেই সঙ্গে আছে হালকা বৃষ্টি। রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়নি।

সন্ধ্যায় বৃষ্টি নামায় বিপাকে পড়েছেন অফিস ফেরতরা। সোমবার থেকে লকডাউন হওয়ায় অনেকে বাড়ি যেতে বেশ ভোগান্তি পেতে হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে, গাইবান্ধার সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় কালবৈশাখী ঝড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৪ এপ্রিল) বেলা ৩ টার দিকে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় হঠাৎ শুরু হওয়া ঝড়ে ঘরবাড়ি-গাছপালা ভেঙে পড়লে তারা নিহত হন। এই বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আবদুল মতিন।

বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ছোট বড় সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

মন্তব্যসমূহ (০)


Lost Password