নওগাঁয় মহাদেবপুর চলতি ইরি বোরো মৌসুমের চাল ক্রয়ের উদ্বোধন

নওগাঁয় মহাদেবপুর চলতি ইরি বোরো মৌসুমের চাল ক্রয়ের উদ্বোধন
MostPlay

নওগাঁর মহাদেবপুরে মঙ্গলবার (১১ মে) উপজেলার সদরে খাদ্য গুদাম প্রাঙ্গণে চলতি ইরি বোরো মৌসুমের চাল ক্রয়ের উদ্বোধনী সভার আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও চাল সংগ্রহ কমিটির সভাপতি মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে চাল ক্রয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শওকত জামিল প্রধান, মহিষবাথান খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাতাজী হাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা প্রমুখ।

চলতি ইরি-বোরো মৌসুমে মহাদেবপুর উপজেলায় ২০ হাজার ৮৭৪ মেট্রিক টন চাল আগামী ১৬ আগস্ট পর্যন্ত ক্রয় করা হবে। এর জন্য ৩১৯টি মিলার সরকারের সাথে চুক্তিবদ্ধ হন। সরকার চলতি মৌসুমে ৪০ টাকা কেজি দরে চাল কেনার সিদ্ধান্ত নেয়ায় মিলারেরা খুব খুশি বলেও জানান।

মন্তব্যসমূহ (০)


Lost Password