বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ১৬ কোটি, মৃত্যু ৩৩ লাখ ছাড়িয়েছে

বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ১৬ কোটি, মৃত্যু ৩৩ লাখ ছাড়িয়েছে
MostPlay

মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বিশ্ব। ভারতসহ বিভিন্ন দেশে বেড়েছে সংক্রমণ ও মৃত্যুহার। এখন পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রায় সাড়ে ৩৩ লাখে পৌঁছেছে এবং  আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ১০ লাখ ছাড়িয়েছে।

গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৮২৬ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫০ হাজার ৬৫৬ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ মে) বাংলাদেশ সময় সকাল ১০ টা পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৩ লাখ ৪৫ হাজার ৭৬ জন। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ১০ লাখ ৮৬ হাজার ৯৮২ জন। এতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ২৮২ জন।

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯৭ হাজার ৭৮৫ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ১৩৬ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ৩৭ লাখ ২ হাজার ৮৩২ জন। মারা গেছেন ২ লাখ ৫৮ হাজার ৩৫১ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৬১ হাজার ৬৮৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ২৮ হাজার ২৫৬ জন।

করোনা ভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। আর তালিকায় ৩৩তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ।

তথ্য সুত্রঃ ওয়ার্ল্ড মিটার

মন্তব্যসমূহ (০)


Lost Password