কুমিল্লায় স্ত্রীকে নির্যাতন করে রাস্তায় ফেলে দিয়ে যায়

কুমিল্লায় স্ত্রীকে নির্যাতন করে রাস্তায় ফেলে দিয়ে যায়
MostPlay

কুমিল্লায় প্রেম করে বিয়ে করার ৬ মাসের মধ্যেই স্ত্রীকে নির্যাতন করে রাস্তায় ফেলে দিয়ে যায় স্বামী। নির্যাতনের মাত্র ১৭ সেকেন্ডের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী নাজমুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার লালমাই উপজেলার ভুলুইন উত্তর ইউনিয়নের বড় চলুন্ডা গ্রাম মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে বাড়ি থেকে পালানোর সময় নিজ গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নাজমুল লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের গৈয়ারভাঙ্গা বাজারের একটি ফার্মেসিতে চাকরি করতো। আইরিন ঔষধ ক্রয় করতে গেলে নাজমুলের সাথে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু বিয়ের জন্য নাজমুলকে বলা হলে পরিবারের সম্মতি না পাওয়ার অজুহাতে নাজমুল তার প্রেমিকা আইরিনকে এড়িয়ে চলতে শুরু করে। এরই মধ্যে গত বছরের ১১ অক্টোবর আইরিন বিয়ের দাবিতে নাজমুলের বাড়িতে গিয়ে অনশন শুরু করে।

পরে স্থানীয়দের মধ্যস্থতায় নাজমুলের বাবাসহ পরিবারের সদস্যরা আইরিনকে মেনে নেয়ার সিদ্ধান্ত নেন। এতে গত বছরের ১৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ৩ লাখ টাকা কাবিনে আইরিনদের বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের কিছুদিন পরই স্বামী নাজমুলসহ তার পরিবারের সদস্যরা আইরিনকে ৩ লাখ টাকা যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে। একপর্যায়ে তারা আইরিনকে শারীরিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়।

আইরিন জানান, গত ৭ এপ্রিল স্বামীর সাথে দেখা করতে শ্বশুর বাড়িতে গেলে তাকে যৌতুকের দাবিতে পুনরায় শারীরিক নির্যাতন করে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। একপর্যায়ে তার স্বামী তাকে ঘরের ভেতর প্রায় আধঘন্টা ধরে নির্যাতন করে। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়লে তাকে ঘরে থেকে বের করে টেনে-হিচড়ে রাস্তায় নিয়ে আঁছড়ে ফেলে দেয়।

এ সময় এক ব্যক্তির ধারণ করা নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়ে যায় এবং পুলিশ তাকে খবর দিয়ে বাবার বাড়ি থেকে থানায় নিয়ে আসে। বুধবার বিকালে লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, ভিডিওটি ভাইরাল হয়ে পড়ায় স্থানীয়দের সহায়তায় আইরিনকে শনাক্ত করে থানায় আনা হয়। তাকে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে।

নির্যাতনের অভিযোগে গত মঙ্গলবার রাতে আইরিন বাদী হয়ে তার স্বামী নাজমুল হাসান, শাশুড়ি শামীমা বেগম, ভাসুর নজরুল ইসলাম ও শ্বশুর আবুল খায়েরের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে থানায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন। পরে গভীর রাতে অভিযান চালিয়ে নাজমুলকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password