লঞ্চের রশিতে ইমামের মৃত্যু

লঞ্চের রশিতে ইমামের মৃত্যু
MostPlay

রাজধানীর সদরঘাট টার্মিনালে জমজম নামের একটি লঞ্চ ভিড়ানোর সময় ছুঁড়ে দেওয়া কাছির (লঞ্চ বাঁধার মোটা রশি) প্যাঁচ লেগে আব্দুল কাইয়ুম (৫৫) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।শুক্রবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় এই দুর্ঘটনা ঘটে।  গুরুতর অবস্থায় আব্দুল কাইয়ুমকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার মেয়ে জামাই মাসুদ জানান, এক সপ্তাহ আগে তিনি চাঁদপুর থেকে ঢাকার লালবাগ থানাধীন আরএমবি রোডে মেয়ে বাড়িতে বেড়াতে আসেন। বেড়ানো শেষ হলে মেয়ে নাতি নাতনীদেরসহ গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সদরঘাট লঞ্চ টার্মিনালে যান। রাত নয়টার লঞ্চ ভাল না থাকায় ১২টার লঞ্চের জন্য অপেক্ষা করেন।

রাত সাড়ে ১১ টার দিকে জমজম নামে একটি লঞ্চ ঘাটে থামার জন্য রশি ছুড়ে মারলে তার মাথায় প্যাঁচ লাগে।  পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুল খান মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে।  বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password