তিস্তা রক্ষার দাবিতে লালমনিরহাটে মানববন্ধন

তিস্তা রক্ষার দাবিতে লালমনিরহাটে মানববন্ধন
MostPlay

তিস্তা নদীর দুই পাড়ের ২৩০ কিলোমিটার এলাকায় রবিবার ব্যতিক্রমী আয়োজন বসেছিল। তপ্ত রোদ উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিয়ে তিস্তা শাসন এবং খনন করে তিস্তা পাড়ের কয়েক লাখ মানুষের জীবন-জীবিকা নিশ্চিত করার দাবি তুলেছেন তারা। তিস্তা অববাহিকার ১৪৫টি স্থানের ২৩০ কিলোমিটার জুড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাতে বাংলাদেশের পতাকা। বুকে তিস্তা বাঁচাতে নানা ধরনের প্ল্যাকার্ড। তারা সবাই তিস্তার ভাঙন ও বন্যায় ক্ষতবিক্ষত। তাদের দাবি একটাই, ভাঙন ও বন্যা প্রতিরোধের ব্যবস্থা করা।

তিস্তা বাচাও নদী বাঁচাও সংগ্রাম কমিটির আয়োজনে বেলা ১১টা তেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তিস্তা নদীর প্রবেশ মুখ নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই জিরো পয়েন্ট থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর ঘাট পর্যন্ত ১৪৫ পয়েন্টে ঘণ্টাব্যাপী হয় এই মানববন্ধন।

আয়োজকদের দাবি, মরতে বসা তিস্তার প্রকৃত চিত্র দেশ এবং বিশ্ববাসীর কাছে তুলে ধরে তিস্তা চুক্তির মাধ্যমে পানির ন্যায্য হিস্যা আদায়সহ সরকার গৃহীত মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন।সরেজমিনে দেখা গেছে, নাব্যতা শূন্যে মরতে বসেছে তিস্তা। বন্যার ক্ষত না মুছে যেতেই তিস্তা পরিণত হয়েছে ধু ধু বালুচরে। ১ নভেম্বরেই ব্যারেজ পয়েন্টে পানি রেকর্ড পরিমাণ কমেছে। এ অবস্থায় প্রতি বছরই কমছে কৃষকের আবাদী জমি।

ফলে অনিশ্চিতায় পড়েছে এ অঞ্চলের লাখো মানুষ। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা বাচাঁতে যে মহাপরিকল্পনা হাতে নিয়েছেন তা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের হাজার হাজার মানুষ জেলার দহগ্রাম থেকে সদরের গোকুন্ড পর্যন্ত এলাকাজুড়ে নদীপাড়ে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে তিস্তা বাচাঁও নদী বাচাঁও সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবি ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password