কিভাবে বুঝবেন স্ত্রী প্রতারণা করছে?

কিভাবে বুঝবেন স্ত্রী প্রতারণা করছে?
MostPlay

একটা সুখী পরিবারকে চোখের পলকে তছনছ করে দিতে পারে পরকীয়া সম্পর্ক। কেউ নিজের ইচ্ছায় এই নিষিদ্ধ সম্পর্কে জড়ান, আবার কেউ পরিস্থিতিতে জড়িয়ে পড়েন। আবার জীবনসঙ্গী মনের মতো না হলে কেউ কেউ সচেতনভাবেই পরকীয়া প্রেম করেন।কিভাবে বুঝবেন সঙ্গী পরকিয়া করছেন?

সঙ্গী যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন
সঙ্গী ফোনের পেছনে কতটা সময় ব্যয় করছেন সেদিকে নজর রাখুন। একসাথে বসে থেকে বা ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়েই ব্যস্ত থাকেন, মেসেজ বা ইন্টারনেট ব্রাউজিং করেন- তাহলে তা নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কেরই ইঙ্গিত। এছাড়া দিনের বেশিরভাগ সময়ে তাকে যদি ফোনালাপে ব্যস্ত পাওয়া যায় তাহলেও বিষয়টি লক্ষণীয়। অনেকে বলতে পারেন কাজের প্রয়োজনে মানুষ ফোন বেশি ব্যবহার করতেই পারে।

কিন্তু একটি বিষয় মনে রাখবেন, কাজের প্রয়োজনে ফোনালাপ এবং কারো সাথে প্রেমময় ফোনালাপের মধ্যে পার্থক্য রয়েছে এবং এই পার্থক্য বোঝার মত ক্ষমতাও বিবাহিত প্রত্যেক মানুষের হওয়া উচিত। শুধুমাত্র ফোন নয়, ফেসবুক কিংবা অন্যান্য যোগাযোগের মাধ্যমের প্রতি আসক্তির মাত্রার ওপরও নজর দেবেন।-আগে হয়তো কেউ ফোন করলে স্ত্রী আপনার সামনেই কথা বলতেন।

কিন্তু বেশ কিছু দিন ধরেই লক্ষ্য করছেন যে ফোন বাজলেই তিনি দূরে গিয়ে কথা বলেন। কে ফোন দিয়েছে জিজ্ঞেস করলেও ক্ষেপে গিয়ে ঝগড়া লাগিয়ে দিচ্ছেন।-ফোনে কথা বলার অভ্যাসটাও যেন বেড়ে গেছে আগের চাইতে। কিংবা বেড়েছে কোনো বিশেষ পুরুষ আত্মীয়ের আপনার বাসায় আনাগোনা ও স্ত্রীর তার সাথে সময় কাটানো।-কম্পিউটার ব্যবহারের সময় আপনি আশে পাশে থাকলেও ইদানিং অস্বস্তি বোধ করছেন তিনি।

মোবাইল ফোনে কাউকে হাত লাগাতে দিচ্ছেন না।অকারণে রেগে যাওয়া
আরও একটি বিষয় আছে যা বিশেষ ভাবে লক্ষণীয়। তা হল আপনার সঙ্গীর কথায় রাগের সুর। খেয়াল করে দেখুন তো, আগে যে বিষয়গুলো আপনার সঙ্গীর রাগের উদ্রেক করতো না সেসব বিষয়ে কি তিনি রেগে যাচ্ছেন? কিংবা কথায় কথায় আপনাদের দাম্পত্য জীবনকে অভিশাপ হিসেবে অভিহিত করছেণ? তার এসব কথার কোন যুক্তি আছে কিনা এইসব ব্যাপারগুলো লক্ষ্য করুন। বিনা কারণে অযৌক্তিক রাগ করা, কিংবা সবসময় খিটখিট করা পরকীয়ার অন্যতম লক্ষণ।-তার স্বভাবেও বেশ পরিবর্তন এসেছে হঠাৎ করেই

মন্তব্যসমূহ (০)


Lost Password