দেশের বিভিন্ন অঞ্চলে বইছে তাপপ্রবাহ, আসছে বজ্রবৃষ্টি

দেশের বিভিন্ন অঞ্চলে বইছে তাপপ্রবাহ, আসছে বজ্রবৃষ্টি
MostPlay

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এটি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে দুদিন পর বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবারের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, খুলনা, মোংলা, সাতক্ষীরা, যশোর ও রাঙামাটি অঞ্চলসহ ঢাকা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এ তাপপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। পূর্বাভাসে আরো বলা হয়, রাতের তাপমাত্রা বাড়তে পারে। দিনের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত। এছাড়া আগামী দুদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে আবারো তাপমাত্রা বাড়তে পারে।

মন্তব্যসমূহ (০)


Lost Password