সীমান্তে হত্যা বন্ধের দাবিতে কুড়িগ্রাম অভিমুখে পদযাত্রায় হানিফ

সীমান্তে হত্যা বন্ধের দাবিতে কুড়িগ্রাম অভিমুখে পদযাত্রায় হানিফ
MostPlay

সীমান্তে হত্যা বন্ধের দাবিতে প্রতীকী মরদেহ নিয়ে ঢাকা থেকে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত অভিমুখে একক পদযাত্রা শুরু করেছেন হানিফ বাংলাদেশী।শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে অনন্তপুর সীমান্ত অভিমুখে একক পদযাত্রা শুরু করেন হানিফ।এসময় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা হানিফ বাংলাদেশীর পদযাত্রার সঙ্গে সংহতি প্রকাশ করেন।

হানিফ বাংলাদেশী বলেন, বাংলাদেশ-ভারত প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশ। আমরা চাই ভারত প্রতিবেশীর সঙ্গে মানবিক আচরণ করুক। কিন্তু প্রতিনিয়তই ভারতের বিএসএফ বাংলাদেশিদের হত্যা করছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, অবিলম্বে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশের নাগরিকদের হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। বহুমাত্রিক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের স্বাধীন ও মর্যাদাপূর্ণ প্রতিবেশীর সম্পর্ক নিশ্চিত করতে হবে।
 

মন্তব্যসমূহ (০)


Lost Password