নারী ফুটবল লিগে এফসি উত্তর বঙ্গের দারুণ সূচনা

নারী ফুটবল লিগে এফসি উত্তর বঙ্গের দারুণ সূচনা
MostPlay

কেবল বসুন্ধরা কিংস আর নাসরিন স্পোর্টস একাডেমিই প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসাতে পারে না- এফসি উত্তরবঙ্গ দেখালো তারাও পারে। তাদের সামনেও অসহায় প্রতিপক্ষ। আজ (সোমবার) কমলাপুর শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এফসি উত্তরবঙ্গ ৭-০ গোলে হারিয়েছে কুমিলা ইউনাইটেডকে। প্রথমার্ধে ইসরাত জাহান রত্নারা এগিয়েছিল ৪-০ গোলে।

এটিই এফসি উত্তরবঙ্গের প্রথম ম্যাচ। শুরু থেকেই তারা প্রতিপক্ষকে চেপে ধরে। অধিনায়ক ইসরাত জাহান রত্না মাঝমাঠে নেতৃত্ব দিয়ে ম্যাচের প্রতিপক্ষের রক্ষণে বারবার আক্রমনে বড় ভূমিকা রাখেন। আক্রমণভাগের সুলতানা রেখারা সেগুলো কাজে লাগিয়ে গোলের পর গোল করেন।

 

সুলতানা একাই করেন চার গোল। দুটি করেছেন রেখা। অন্য গোলটি করেছেন মালিনি। রেখা দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠের বাইরে না গেলে হয়তো আরো বেশি গোলে জিততে পারতো উত্তরবঙ্গ।

প্রথম ম্যাচে সহজ জয়ে খুশি অধিনায়ক ইসরাত জাহান রত্না, ‘আমরা লিগের প্রথম ম্যাচ খেললাম। বড় জয়, স্বাভাবিকভাবেই খুশি। তবে আমাদের আরো বেশি গোল প্রত্যাশা ছিল। অনেক মিস হয়েছে। হয়তো পরের ম্যাচগুলোতে ভুলত্রুটি শুধরে আরো ভালো খেলার চেষ্টা করবো। লিগে আমাদের লক্ষ্য রানার্সআপ হওয়া। সেভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি।’

দিনের অন্য ম্যাচে নাসরিন স্পোর্টস একাডেমি ২-০ গোলে হারিয়েছে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে। গোল করেছেন উন্নতি খাতুন ও রাজিয়া খাতুন। লিগে এটি নাসরিন স্পোর্টস একাডেমির দ্বিতীয় জয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password