ডিএনসিসি কোভিড হাসপাতালে চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা

ডিএনসিসি কোভিড হাসপাতালে চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা
MostPlay

উদ্বোধনের ৫ দিনেও মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি। সিটিস্ক্যান, রক্ত পরীক্ষা, এক্সরের মতো কোভিড রোগীদের জরুরি পরীক্ষাগুলো চালু না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের।

৮২ বছর বয়সী নুরুল হুদা। ডিএনসিসি হাসপাতালে শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভর্তি ছিলেন জরুরি  বিভাগে। জরুরিভাবে সিটিস্ক্যানসহ অন্যান্য পরীক্ষা করার জন্য তাকে নিয়ে স্বজনরা ছুটছেন রাজধানীর অন্য হাসপাতালে।
রোগীর স্বজনরা বলেন, এখানে আমরা তিনদিন ভর্তি হয়েছি। তারা বলতেছে, রোগীর অবস্থা ভালো। কিন্তু কোনো পরীক্ষা করাইনি। আমি বারবার বলতেছি পরীক্ষা করাতে। তারা বলছে করবে, গতকালও বলেছি, আজকেও বলেছি তখনও বলছে দু-একদিন পরে।

উদ্বোধনের পর থেকেই এই হাসপাতালে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। প্রতিদিন রোগীর চাপ দেড়শো ছাড়িয়ে যাচ্ছে। এক হাজার শয্যা সক্ষমতার এই হাসপাতালটি জনবল সংকটের কারণে এখনো পুরোপুরি চালু করা যায়নি উল্লেখ করে পরিচালক জানান, আগামী দু’একদিনের মধ্যে সিটি স্ক্যানসহ অন্যান্য পরীক্ষা শুরু হবে।

ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের পরিচালক এ কে এম নাসির উদ্দিন বলেন, সিটিস্ক্যান এক জায়গায় থেকে আমাদের খুব শিগগিরই দেওয়া হবে। সেজন্য আমরা রুমও তৈরি করে রেখেছি। 
রাজধানীর অন্যান্য হাসপাতালেও করোনা রোগীর চাপ বাড়ছে। কোভিড রোগীদের জন্য এ হসপিটালে আড়াইশো শয্যা থাকলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভর্তি হয়েছেন ৩১৪ জন রোগী।

মন্তব্যসমূহ (০)


Lost Password