বিনা মূল্যে ইন্টারনেট দিতে হবে শিক্ষার জন্য

বিনা মূল্যে ইন্টারনেট দিতে হবে শিক্ষার জন্য
MostPlay

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম রোকনুজ্জামান বলেন, দূরশিক্ষণে ডিভাইসসহ সম্পদ ও দক্ষতার অভাব রয়েছে। ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্মের সীমাবদ্ধতা দূর করতে হবে।

শিক্ষার জন্য অনলাইন ও অফলাইনে ব্যবহার উপযোগী ভিএসও স্কুল অ্যাপের নির্মাতা প্রতিষ্ঠান ‘উস্তাদ মোবাইল’–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইক ডাউসন তুলে ধরেন কীভাবে ডিভাইসে স্থান ব্যবস্থাপনা, ইন্টারনেট সহজলভ্য না হওয়ার সংকট কাটানো সম্ভব। তিনি বলেন, একটি কনটেন্ট অনলাইনে একবার ডাউনলোড করে সেটা চাইলে অফলাইনে শেয়ার করা যায়।

ভিএসওর শিক্ষাবিষয়ক প্রধান কারিগরি উপদেষ্টা পূর্ণা শ্রেষ্ঠা উপস্থাপন করেন কীভাবে ভিএসও অ্যাপের মাধ্যমে অল্পসংখ্যক স্বেচ্ছাসেবক তৈরি করে বিপুলসংখ্যক শিক্ষার্থীর কাছে অনলাইন–অফলাইন দুইভাবে সেবা পৌঁছানো সম্ভব। তিনি জানান, সাতটি দেশে এই অ্যাপটি ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পের স্কুলগুলোয় শিক্ষা দেওয়া হচ্ছে ভিএসও অ্যাপের মাধ্যমে।

মন্তব্যসমূহ (০)


Lost Password