ফেসবুক-হোয়াটসঅ্যাপে প্রতারণা : দুই নাইজেরিয়ানসহ গ্রেফতার ৭

ফেসবুক-হোয়াটসঅ্যাপে প্রতারণা : দুই নাইজেরিয়ানসহ গ্রেফতার ৭
MostPlay

ভুয়া কাস্টমস কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই নাইজেরিয়ানসহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তারা নিজেদের বিদেশি পরিচয় দিয়ে টার্গেটকৃত ব্যক্তির ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও ই-মেইলে যোগাযোগ করে নগদ অর্থ হাতিয়ে নিতেন।

রোববার (৭ মার্চ) রাতে ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফউল্লাহ বিডিটাইপকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- জন জোসেফ (২৭), ইমেকা ইউরিক (৩০), মোসা. লতা আক্তার (২৬), মোসা. আয়শা আক্তার (১৯), মো. হাবিবুর রহমান ওরফে হাবীব (২৭), মো. আশরাফুল ইসলাম ওরফে কবীর (২৪) ও মো. আল আমিন (২৭)।

এ সময় তাদের কাছ থেকে ১৪টি মোবাইল, ২০টি সিম কার্ড, বিভিন্ন ব্যাংকের ৮টি এটিএম কার্ড ও নদগ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফউল্লাহ বলেন, অনলাইনে প্রতারণা করে হাবিবুর রহমান নামের এক ব্যক্তির কাছ থেকে ২১ লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ করে একটি প্রতারক চক্র। এ ঘটনায় গত ৫ মার্চ ডিএমপির বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। মামলা তদন্তকালে বাদীর দেয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে শনিবার (৬ মার্চ) রাজাধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেফতারকৃতরা নিজেদের বিদেশি পরিচয় দিয়ে টার্গেটকৃত ব্যক্তির ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করে। এরপর বিশ্বস্ততা অর্জন করে অভিনব কায়দায় প্রতারণা করে নগদ টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারদের বনানী থানার মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password