হালালভাবে জবাই নিষিদ্ধ করলো ফ্রান্স

হালালভাবে জবাই নিষিদ্ধ করলো ফ্রান্স
MostPlay

ধর্মীয় নিয়ম মেনে পোল্ট্রি প্রাণি (হাঁস-মুরগি) হালাল পন্থায় জবাই নিষিদ্ধ করেছে ফ্রান্স। দেশটির কর্তৃপক্ষের এমন নিষেধাজ্ঞায় তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্সের মুসলিম নেতৃবৃন্দ। ফরাসি সরকারের এমন সিদ্ধান্তের ফলে ইসলামী নিয়ম অনুযায়ী জবাইকৃত প্রাণীর হালাল মাংস সরবরাহ বন্ধ হয়ে যাবে।

সরকারের এমন নিষেধাজ্ঞার পর প্যারিসের মসজিদ পরিচালক চেমসেদিন হাফিজ, লিঁও মসজিদ পরিচালক কামেল কাপটান ও এভরি মসজিদের পরিচালক খলিল মারুন বিবৃতি দিয়েছেন। তাদের বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপন দেশটির মুসলিম জনগোষ্ঠীর জন্য নেতিবাচক বার্তা বহন করে।

ফ্রান্সের কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী জুলাই থেকে পোল্ট্রি প্রাণী হালাল পন্থায় জবাই নিষিদ্ধ হবে। এটা ইসলাম ধর্মের সুস্পষ্ট নীতির লঙ্ঘন বলে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে ফ্রান্সে মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বেলজিয়াম ও ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ হালাল মাংসের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ইউরোপের কিছু প্রাণী অধিকার গ্রুপের মতে, ধর্মীয় নীতিতে জবাইয়ের ক্ষেত্রে ইসলামী হালাল নীতি ও ইহুদিদের কোশের নিয়ম তুলনামূলক কম মানবিক।

মন্তব্যসমূহ (০)


Lost Password